kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

ভারত সফরে যাচ্ছেন শি

মোদির সঙ্গে বৈঠক ১১-১২ অক্টোবর

কালের কণ্ঠ ডেস্ক   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল চেন্নাইয়ে অনানুষ্ঠানিক এক শীর্ষ সম্মেলনে মুখোমুখি হবেন বলে দেশ দুটি জানিয়েছে। আগামী শুক্র ও শনিবারের এ শীর্ষ সম্মেলনে দুই নেতা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং চীন-ভারত উন্নয়ন অংশীদারি নিয়ে কথা বলবেন বলে গতকাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মোদি ও শি গত বছর চীনের উহানে প্রথমবারের মতো অনানুষ্ঠানিক এক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন। নানা বিষয়ে কূটনৈতিক টানাপড়েন ও কাশ্মীর ঘিরে বিতর্কের মধ্যেই দুই দেশ দ্বিতীয়বারের মতো ওই সম্মেলন করতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘চেন্নাইয়ের অনানুষ্ঠানিক সম্মেলনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়ার এবং ভারত-চীন ঘনিষ্ঠ উন্নয়ন অংশীদারিকে আরো গভীর করার বিষয়ে মতবিনিময় করার সুযোগ রয়েছে।’ সূত্র : রয়টার্স।

 

মন্তব্যসাতদিনের সেরা