kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

জাপানে নয়া প্রজাতির ডাইনোসরের খোঁজ

কালের কণ্ঠ ডেস্ক   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন এক প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ২৬ ফুট লম্বা ডাইনোসরের এ কঙ্কালটি প্রায় সম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে। এখন পর্যন্ত জাপানে আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম এটি। ব্রিটিশ জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে এ আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে।

জীবাশ্মটির শতাধিক হাড় পরীক্ষা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, এগুলো প্রায় সাত কোটি ২০ লাখ বছর আগের হেড্রোসওরিড প্রজাতির এ ডাইনোসরের। এরা ছিল তৃণভোজী। ক্রেটাসিয়াস যুগের শেষ দিকে পৃথিবীতে এই ডাইনোসরদের বিচরণ ছিল। এর আগে ২০১৩ সালে জাপানের উত্তরাঞ্চলে এ ডাইনোসরের লেজের একাংশ খুঁজে পাওয়া গিয়েছিল। এক বিবৃতিতে হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা এ ডাইনোসরের নাম দিয়েছেন ‘কামুইসরাস জাপোনিকাস’ বা ‘জাপানের ড্রাগন দেবতা’। তাঁদের ধারণা, এটি ৯ বছর বয়সী ছিল। এর ওজন ছিল চার থেকে ৫ দশমিক ৩ টন। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা