kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

আসামের এনআরসি

সমন্বয়কের বিরুদ্ধে মুসলিম সংগঠনের এফআইআর

কালের কণ্ঠ ডেস্ক   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি মুসলিম সংগঠন সদ্য প্রকাশিত নাগরিকপঞ্জির (এনআরসি) সমন্বয়ক প্রতীক হাজেলার বিরুদ্ধে ‘হাস্যকর’ নথি উপস্থাপনের জন্য এফআইআর দাখিল করেছে।

আসাম গারিয়া-মারিয়া যুব-ছাত্র পরিষদ নামে ওই সংগঠনটি গুয়াহাটি লাতাসিল পুলিশ স্টেশনে গত মঙ্গলবার বিকেলে এই এফআইআর (প্রাথমিক তদন্ত প্রতিবেদন) দাখিল করে। এই সংগঠনটি আসামের মুসলিম সম্প্রদায়ের গারিয়া ও মারিয়া নামে দুটি আদিবাসী মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে।

সংগঠনের এক মুখপাত্র গতকাল বুধবার বলেন, ‘চূড়ান্ত এনআরসি প্রহসনমাত্র। সময় ও সম্পদের চরম অপচয়। এই তালিকা বিশৃঙ্খলায় ভরা। এক পরিবারের তিন সদস্যের নাম এসেছে দুজনের আসেনি। বেশ কয়েকজন সেনা সদস্য বাদ পড়েছেন। এক পুত্র তালিকায় ঠাঁই পেয়েছে; আরেক পুত্র পায়নি। অথচ তাদের সব তথ্য এক। এটা অন্তত দেশের আদিবাসীদের ক্ষেত্রে ঘটা ঠিক হয়নি।’ সূত্র : এনডিটিভি।

মন্তব্যসাতদিনের সেরা