kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

আমাজনে আগুন

আঞ্চলিক সম্মেলনে বোলসোনারোর ‘না’ জাতিসংঘে ‘হ্যাঁ’

কালের কণ্ঠ ডেস্ক   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমাজন সুরক্ষায় আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে পারছেন না ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। আগামী শুক্রবার কলম্বিয়ায় ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। বোলসোনারোর হার্নিয়া অস্ত্রোপচারের জন্য তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বলে এক মুখপাত্র জানিয়েছেন। তবে আমাজন ইস্যুতে জাতিসংঘের আলোচনায় ‘যেকোনো’ অবস্থায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বোলসোনারো। তাঁর ভাষ্য, ‘হুইলচেয়ার’ বা ‘স্ট্রেচারে’ হলেও তিনি বক্তৃতা করতে চান।

বোলসোনারোর মুখপাত্র ওতাভিও রেগো বারোস বলেন, আগামী শুক্রবার থেকে প্রেসিডেন্টকে তরল খাবার (লিকুইড ডায়েট) খেতে দেবেন চিকিৎসকরা। একই দিন আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সে কারণে তাঁর পক্ষে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না। ওই সম্মেলন স্থগিত করার আহ্বান জানাবে ব্রাজিল। আর সম্মেলন হলে প্রেসিডেন্টের প্রতিনিধি পাঠানো হবে। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা