kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

যুক্তরাষ্ট্র-আসিয়ান যৌথ নৌ মহড়া শুরু

কালের কণ্ঠ ডেস্ক   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ১০টি দেশের সঙ্গে প্রথমবারের মতো যৌথ নৌ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার থেকে শুরু হওয়া আসিয়ান-ইউএস মেরিটাইম এক্সারসাইজ নামের (এইউএমএক্স) পাঁচ দিনের এই মহড়াতে আটটি যুদ্ধজাহাজ, চারটি বিমান এবং এক হাজারের বেশি সেনা সদস্য অংশ নিচ্ছে। থাইল্যান্ডে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

ওয়াশিংটনের সঙ্গে আসিয়ান জোটভুক্ত দেশগুলোর এই মহড়া এমন এক সময়ে শুরু হলো, যখন দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া ওয়াশিংটন সম্প্রতি এই এলাকায় নিজেদের অবস্থান আরো জোরদার করতে শুরু করেছে। অনেক দিন ধরেই দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ওই এলাকার মালিকানা দাবি করে আসছে ব্রুনেই, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন।

মার্কিন দূতাবাস জানায়, থাইল্যান্ডের সাত্তাহিপ নৌ ঘাঁটি থেকে শুরু হওয়া নৌ মহড়াটি সিঙ্গাপুরে গিয়ে শেষ হবে। তারা আরো জানিয়েছে, মার্কিন ও থাই রাজকীয় নৌবাহিনীর নেতৃত্বাধীন পাঁচ দিনের মহড়া ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার আন্তর্জাতিক সমুদ্র সীমা, গলফ অব থাইল্যান্ড এবং দক্ষিণ চীন সাগরের কিছু এলাকাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা সহযোগিতাবিষয়ক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জোয়ে টিঞ্চ বলেন, ‘এইউএমএক্সের মূল উদ্দেশ্যই আসিয়ানের শক্তি বৃদ্ধি করে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, নৌবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক শক্তিশালীকরণ এবং ইন্দো-প্যাসিফিক সমুদ্রে চালাচল উন্মুক্ত করা।’

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা