kalerkantho

জাপানে শক্তিশালী ঝড় ক্রোসার আঘাত, নিহত ১

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাপানে শক্তিশালী ঝড় ক্রোসার আঘাতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২১ জন। ঘণ্টায় ১২৬ কিলোমিটার বেগে ক্রোসা গতকাল বৃহস্পতিবার দুপুরে জাপানের দক্ষিণাঞ্চলীয় হিরোশিমা অঞ্চলের কাছে কুরে শহরে আঘাত হানে। ঝড়ের প্রভাবে প্রবল বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধস ও বন্যার বিষয়েও সতর্ক করেছে জনগণকে।

স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, হিরোশিমায় নৌকার নোঙর ফেলার সময় ৮২ বছরের এক বৃদ্ধ ঝড়ে সাগরে পড়ে মারা যান। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা