kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

যুক্তরাজ্যের প্রবৃদ্ধি হ্রাস, ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা বাড়ছে

কালের কণ্ঠ ডেস্ক   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধি গত সাত বছরের মধ্যে এই প্রথম কমে গেছে। ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বৈশ্বিক প্রবৃদ্ধি ধীর গতি হওয়ার কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টান পড়েছে। গত শুক্রবার জাতীয় পরিসংখ্যান অফিস থেকে জানানো হয়েছে, এই বছরের প্রথম তিন মাসের তুলনায় গত তিন মাসে প্রবৃদ্ধি ০.২ শতাংশ কমেছে। ২০১২ সালের পর এই প্রথম দেশটির প্রবৃদ্ধি কমেছে।

বিশেষজ্ঞরা প্রবৃদ্ধির হার সমান থাকবে বলে প্রত্যাশা করেছিলেন। তবে উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় প্রবৃদ্ধি কমে গেছে। শুধু উৎপাদন খাতে প্রবৃদ্ধির হার ১.৪ শতাংশ কমেছে। একটি ব্যবসা সংস্থা ইনস্টিটিউট ও ডিরেক্টরসের প্রধান তেজ পারিখ বলেন, ‘বছরের দ্বিতীয় চতুর্থাংশে প্রবৃদ্ধির হার কমে গেছে।’ সূত্র : সিএনএন।

মন্তব্যসাতদিনের সেরা