kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

দীর্ঘ সময় ক্ষমতায় থাকার তালিকায় ভ্লাদিমির পুতিন

কালের কণ্ঠ ডেস্ক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



দীর্ঘ সময় ক্ষমতায় থাকার তালিকায় ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় থাকার বয়স দুই দশক পূর্ণ হলো। ১৯৯৯ সালে পুতিন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরের বছর প্রেসিডেন্ট নির্বাচিত হন। দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর ২০০৮ সালে প্রধানমন্ত্রী হন। ২০১২ সালে আবার প্রেসিডেন্ট পদে ফেরার পর ২০১৮ সালের নির্বাচনে ফের প্রেসিডেন্ট হন তিনি।

চারবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকার রেকর্ড থেকে এখনো অনেক দূরে পুতিন। কিউবার ফিদেল কাস্ত্রো এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং দীর্ঘদিন ক্ষমতায় থাকার তালিকায় অনেক এগিয়ে রয়েছেন। শুধু তা-ই নয়, জীবিতদের মধ্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার রেকর্ড থেকেও পিছিয়ে রয়েছেন পুতিন। ইকোয়াটোরিয়াল গিনির টিওডোরো ওবিয়াং এনগুয়েমা প্রায় ৪০ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট পদে রয়েছেন।

পুতিনের থেকে বেশিদিন ক্ষমতায় রয়েছেন ফিদেল কাস্ত্রো (৪৯ বছর), তাইওয়ানের প্রেসিডেন্ট চিয়াং কাই-শেক (৪৭ বছর), উত্তর কোরিয়ার কিম ইল সুং (৪৬ বছর)। সূত্র : এএফপি।

 

মন্তব্য



সাতদিনের সেরা