kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

কাশ্মীরের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মালালা

কালের কণ্ঠ ডেস্ক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকাশ্মীরের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মালালা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইটারে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘যখন আমি শিশু, যখন আমার মা-বাবা শিশু ছিলেন, এমনকি যখন আমার দাদা-দাদিরাও তরুণ ছিলেন, তখন থেকেই কাশ্মীরের জনগণ সহিংসতার মধ্যে আছে। আজ আমি কাশ্মীরের নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন; এরাই সহিংসতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, সংঘাতে তাদের প্রাণ হারানোর শঙ্কাও বেশি।’ গতকাল বৃহস্পতিবার মালালা এ বিবৃতি দিলেন। কাশ্মীরের শান্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হতেও আহ্বান জানিয়েছেন ২২ বছর বয়সী এই পাকিস্তানি।  সূত্র : এনডিটিভি।

মন্তব্যসাতদিনের সেরা