kalerkantho

ওহাইও-টেক্সাস সফরে ট্রাম্পবিরোধী বিক্ষোভের আশঙ্কা

কালের কণ্ঠ ডেস্ক   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের ওহাইও ও টেক্সাসে বন্দুক হামলায় মোট ৩১ জন নিহতের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাস্থল দুটি পরিদর্শনে যাওয়ার আগেই তাঁর দলের নেতারা আশঙ্কা করছেন, ওই দুই অঙ্গরাজ্য সফরে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়বেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট ওই দুটি অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা হন।

স্থানীয় সময় গত শনিবার সকাল সাড়ে ১০টায় ওহাইওতে বন্দুক হামলায় ৯ জন ও একই দিন দিবাগত রাত ১টায় টেক্সাসে আরেক হামলায় ২২ জন নিহত হয়। ওহাইওর হামলার বিষয়টি এখনো তদন্তাধীন। তবে টেক্সাসের হামলার ব্যাপারে পুলিশ জানিয়েছে, অভিবাসীদের প্রতি ঘৃণা থেকে ওই হামলার ঘটনা ঘটেছে।

ওই দুটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্টের সফরের ব্যাপারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশ্যাম জানান, হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান জানানো, সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোকে সান্ত্বনা দেওয়া এবং ঘটনার সময় যারা সবার আগে তৎপর হয়ে উঠেছিল, তাদের প্রতি ও মেডিক্যাল প্রফেশনালদের প্রতি ধন্যবাদ জানানোই প্রেসিডেন্টের এ সফরের লক্ষ্য। সূত্র : এএফপি।

মন্তব্য