kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

তাইওয়ান ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা চীনের

কালের কণ্ঠ ডেস্ক   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীন তাদের নাগরিকদের ওপর ব্যক্তিগতভাবে তাইওয়ান সফরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্কের অবনতির কারণে গতকাল বুধবার চীন এই সিদ্ধান্ত নিয়েছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট সাই ইং ওয়েন ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের টানাপড়েন চলছে। ইং ওয়েনের দল তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নিতে অস্বীকার করার পর থেকেই এই টানাপড়েন।

তাইওয়ানকে শায়েস্তা করতে চীন পাল্টা ব্যবস্থা হিসেবে এরই মধ্যে দেশটির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ করেছে, সামরিক মহড়া বাড়ানোর পাশাপাশি তাইওয়ানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। সূত্র : এএফপি।

 

মন্তব্যসাতদিনের সেরা