kalerkantho

রবিবার । ১১ ফাল্গুন ১৪২৬ । ২৪ ফেব্রুয়ারি ২০২০। ২৯ জমাদিউস সানি ১৪৪১

রুটি-তন্দুরের দাম কমানোর নির্দেশ ইমরানের

কালের কণ্ঠ ডেস্ক   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহঠাৎ করে বেড়ে যাওয়া রুটি ও তন্দুরের রুটির (নান) দাম পূর্বাবস্থায় ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের নগদ অর্থ সংকটে জর্জরিত ইমরান খান সরকার। রুটিসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে তীব্র সংকটে রয়েছে পাকিস্তান। তাদের রির্জাভের পরিমাণ ৮০০ কোটি ডলার। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে ৬০০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়। ঋণের শর্ত হিসেবে সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানে গ্যাস ও তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়। যার সরাসরি প্রভাব পড়ে দেশটির নিত্যপণ্যের মূল্যের ওপর।

বর্তমানে রুটি ১০ থেকে ১২ রুপি এবং নানের দাম ১২ থেকে ১৫ রুপি করে রাখা হয়। আগে রুটির দাম ছিল সাত থেকে আট রুপি এবং নান আট থেকে ১০ রুপি। গত মঙ্গলবার ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে রুটি ও নানের দাম পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে হোটেল-রেস্তরাঁগুলোর গ্যাসের দামে ভর্তুকি দেওয়া এবং শুল্ক কমিয়ে আটার দাম কমানোরও সিদ্ধান্ত হয়। সূত্র : পিটিআই। 

 

মন্তব্যসাতদিনের সেরা