kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

ভোটগণনার আগে অমিত শাহের নৈশভোজে এনডিএ নেতারা

কালের কণ্ঠ ডেস্ক   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলোকসভা নির্বাচনের ফল প্রকাশের দুই দিন আগে গতকাল মঙ্গলবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নেতাদের নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজের আগে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরা দেখা করেন। অশোক হোটেলের ওই নৈশভোজকে ধরা হচ্ছে এনডিএর কৌশল নির্ণায়ক অধিবেশন হিসেবে। যদিও বুথফেরত সমীক্ষার (এক্সিট পোল) হিসাব বলছে, বিজেপি অনায়াস জয় পেতে চলেছে। তবু অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও দেখা করলেন। অধিকাংশ এনডিএ নেতাই গতকালের নৈশভোজে অংশ নেন।

অতিথিদের মধ্যে ছিলেন বিজেপির পাঞ্জাব জোটসঙ্গী আকালি নেতা প্রকাশ সিং বাদল ও তাঁর ছেলে সুখবীর বাদল, শিবসেনা অধ্যক্ষ উদ্ধব ঠাকরে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রামবিলাস পাসওয়ান ও তাঁর ছেলে চিরাগ পাসওয়ান, এআইএডিএমকের পালানিস্বামী এবং ও পনিরসেলভাম, আপনা দল নেতা অনুপ্রিয়া প্যাটেল ও রামদাস আঠাওয়ালে।

সূত্র : এনডিটিভি।

মন্তব্য