kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

নিজ মুখে স্বীকার

স্নাতক নন স্মৃতি ইরানি

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেস্নাতক নন স্মৃতি ইরানি

জনগণের মন পাওয়ার জন্য কোনো মিথ্যা কথাই টেকে না। ভারতের কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা ঠিক কী, আদৌ তিনি স্নাতক, নাকি স্নাতক নন—সেই নিয়ে বিতর্কের সূত্রপাত হয় পাঁচ বছর আগেই। বিরোধীদের তোপের মুখে নির্বাচন কমিশনের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগও ওঠে নানা মহলে। তবে এবার ভোটের হাওয়া শুরু হতেই সব বিতর্কে জল ঢেলে দেন স্মৃতি নিজেই। বৃহস্পতিবার তিনি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে জানিয়েছেন যে তিনি স্নাতক নন। আমেথি থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ছেন স্মৃতি ইরানি।

স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কংগ্রেস আগেও প্রশ্ন তুলেছিল। এবার নিজের মুখে কেন্দ্রীয় মন্ত্রীর স্বীকারোক্তি নিয়ে টুইট করল কংগ্রেস। টুইটে কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদি বলেছে, ‘নতুন একটি সিরিয়াল আসতে চলেছে, যার নাম কিউকি মন্ত্রী ভি কভি গ্র্যাজুয়েট থি।’ টুইটে ‘কিউকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালের একটি গানকে মসকরা করে একটি গানও লেখা হয়।

স্মৃতির ইরানির হলফনামা থেকে জানা গেছে, তিনি ১৯৯১ সালে মাধ্যমিক এবং ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। সূত্র : পিটিআই।

মন্তব্যসাতদিনের সেরা