kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ১০ শিশুসহ নিহত ১৩

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআফগানিস্তানের উত্তরাঞ্চলের শহর কুন্দুজে গত সপ্তাহে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই শিশু। শুক্র ও শনিবারের মাঝামাঝি এ হামলা হয় বলে গতকাল সোমবার জাতিসংঘ জানিয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে নিহতের মধ্যে ১০ জন শিশু রয়েছে। তারা একই গোষ্ঠীর সদস্য।  কুন্দুজ প্রাদেশিক কাউন্সিলের সদস্য খোশ মোহাম্মদ নাসরাতায়ার বলেন, ‘বিমান হামলায় যারা নিহত হয়েছে তারা দাস্ত-ই-আর্চি জেলা থেকে এসেছিল। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা