kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২৪ ঘণ্টায় মিলল ৩৫ লাখ ডলার

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বানে ব্যাপক সাড়া মিলেছে। ঘটনার পরপরই অনলাইনে দুটি পেজ খুলে আর্থিক সহায়তা চাওয়া হয়। এর পর মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৩৫ লাখ ডলার অনুদান পাওয়া গেছে।

হামলার ঘণ্টা ১১ বাদে অনলাইনে ‘গিভ অ্যা লিটল’ নামে একটি ওয়েবসাইট খোলে ‘দ্য নিউজিল্যান্ড কাউন্সিল অব ভিকটিম সাপোর্ট গ্রুপস’। সেখানে ২৩ লাখ ডলারেরও বেশি অর্থ জমা পড়েছে।

গিভ অ্যা লিটল ওয়েবসাইটে বলা হয়, শুক্রবারের ভয়াবহ হামলায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে আহত হয়েছে। আমাদের সবার উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। এ পেইজে পাওয়া সব অর্থ হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের পেছনে ব্যয় হবে।

একই উদ্দেশে ‘লঞ্চগুড’ নামে আরেকটি ওয়েবসাইট খোলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। সেখানে এক দিনের মধ্যে প্রায় ১২ লাখ ডলার জমা পড়েছে।

লঞ্চগুডের হোমপেজে বলা হয়েছে, চলুন ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে ভালোবাসা, সহিষ্ণুতা ও সংহতি প্রকাশ করি। আমাদের অর্থ তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তাদের কষ্ট লাঘবে সহায়তা করবে।

তহবিলের অর্থ নিউজিল্যান্ড ইসলামিক ইনফরমেশন সেন্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। সূত্র : এএফপি।

 

 

মন্তব্যসাতদিনের সেরা