kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

সৌদিতে আটক নারী মানবাধিকার কর্মীদের বিচার শুরু

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদি আরবে আটক বেশ কয়েকজন নারী মানবাধিকারকর্মীর বিচার শুরু হয়েছে। এর ফলে দেশটিতে মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।

যাঁদের বিচার শুরু হয়েছে তাঁদের মধ্যে গত মে মাসে আটক খ্যাতনামা মানবাধিকারকর্মী লুজেইন আল হাথলুল রয়েছেন। নারীদের গাড়ি চালানোর অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিচারে এসব মানবাধিকারকর্মীর দীর্ঘ মেয়াদে কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের মুক্তির জন্য বিশ্বব্যাপী দাবি উঠেছে। গত মাসে জাতিসংঘের মানবাধিকার পরিষদে ৩০টিরও বেশি দেশ এসব কর্মীকে আটকের জন্য সৌদি আরবের সমালোচনা করে।

গতকাল বুধবার রিয়াদের একটি আদালতে আটক কর্মীদের হাজির করার কথা ছিল। লুজেইন আল হাথলুলের পাশাপাশি আজিজা আল ইউসুফ, ইমান আল নাফজান ও হাতুন আল ফাসিকে আদালতে হাজির করার কথা ছিল। তবে শুনানিতে সাংবাদিক ও কূটনীতিকদের উপস্থিত থাকার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল।  সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা