kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

অভিনন্দনের গোঁফে মজেছে সবাই!

কালের কণ্ঠ ডেস্ক   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভিনন্দনের গোঁফে মজেছে সবাই!

নায়কদের অনুকরণে চুলের ছাঁট বা মাসল বানানো, নায়িকার অনুকরণে পোশাক—এসব ভারতের মজ্জায় মজ্জায়। তবে নায়কের সংজ্ঞা আর শুধু বলিউডেই সীমাবদ্ধ নয়। অন্তত গত কয়েক দিনে ভারতের আপামর জনগণের কাছে নায়ক বনে গেছেন দেশটির বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। যুদ্ধবিমান নিয়ে লড়তে গিয়ে পাকিস্তানের হাতে বন্দি হন এই পাইলট। এর পর থেকেই একের পর এক ভিডিও প্রকাশ পায় তাঁর। অভিনন্দনের ভক্তরা এখন তাঁর মতোই গোঁফের স্টাইল পেতে ভিড় জমাচ্ছে সেলুনে।

এই গোঁফের নাম হয়েছে ‘অভিনন্দন স্টাইল’। বেশ কয়েকটি সেলুনে আবার যারা ‘অভিনন্দন স্টাইলে’ চুল বা গোঁফ কাটবে তাদের বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘অভিনন্দন স্টাইলের’ গোঁফের ছবি পোস্টও করেছে।

সূত্র : এনডিটিভি।

মন্তব্যসাতদিনের সেরা