kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

সিরিয়ায় সর্বশেষ ঘাঁটি থেকে আইএস উত্খাতে লড়াই চলছে

কালের কণ্ঠ ডেস্ক   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের তাদের শেষ ঘাঁটি থেকে উত্খাতে শনিবার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী অভিযান শুরু করেছে। সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এই শেষ ঘাঁটি রক্ষায় জঙ্গিরা মরিয়া হয়ে লড়ছে। তবে কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) এক কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে তাঁরা জঙ্গিদের এলাকায় ঢুকে পড়েছেন।

ওয়াইপিজির কর্মকর্তা আরম কোজেইর বলেন, ‘লড়াই চলছে। আমাদের বাহিনী জঙ্গিদের শেষ আশ্রয়স্থলে ঢুকে পড়েছে। স্থল লড়াইয়ে আমরা তিন দিক থেকে এগিয়ে আছি।’ এএফপির সাংবাদিকরা ব্যাপক লড়াইয়ের চিহ্ন দেখতে পেয়েছেন। গ্রামের মধ্যস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখেছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) গত শুক্রবার দিনের শেষ ভাগে হামলা শুরু করে। এসডিএফের মুখপাত্র আদনান আফরিন বলেছেন, ‘কঠিন লড়াই চলছে। লড়াইয়ে প্রথম কয়েক ঘণ্টায় এসডিএফের আট সেনা মারাত্মক জখম হয়েছে। এখন মুখোমুখি লড়াই চলছে। আমাদের এবং জঙ্গিদের মধ্যে তেমন কোনো দূরত্ব নেই। এখন দুই দলের মধ্যে মাত্র এক কিলোমিটারের মতো দূরত্ব রয়েছে।’

লড়াইয়ের সময় আকাশে সামরিক বিমান দেখা গেছে বলে এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন। লড়াইয়ে জঙ্গিরা সুড়ঙ্গ পথ ব্যবহার করছে। তা ছাড়া আত্মঘাতী বোমা হামলা চালাচ্ছে। এতে এসডিএফের এগিয়ে যাওয়ার গতি ধীর হয়ে পড়েছে। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা