kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ভেনিজুয়েলা সংকট

মধ্যস্থতা করতে চান জাতিসংঘ মহাসচিব

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভেনিজুয়েলায় চলমান রাজনৈতিক সংকট নিরসনে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি এ প্রস্তাব দেন।

এদিকে খাদ্য ও ওষুধ ঘাটতিতে জর্জরিত ভেনিজুয়েলায় মানবিক সাহায্য প্রবেশে অনুমতি দিতে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে ভেনিজুয়েলাজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিরোধীরা।

নিজেকে দেশটির ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করা হুয়ান গুয়াইদো গতকাল মঙ্গলবার দেশজুড়ে সরকারবিরোধী সমাবেশে জড়ো হতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে দুই দশক ধরে ক্ষমতায় থাকা বামপন্থীরাও গতকাল ‘পিতৃভূমির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা’ দেখাতে রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে।

গত বছর অনুষ্ঠিত আগাম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন প্রেসিডেন্ট মাদুরো, কিন্তু ওই নির্বাচনকে ‘কলঙ্কিত, অবৈধ’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে দেশটির বিরোধী দলগুলো। জানুয়ারিতে মাদুরো দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা