যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসে অদ্ভুত এক অস্থিরতা বিরাজ করছে। এখানে কে কখন গলাধাক্কা খাবে আর কে কাকে বের করে দেবে, তার আঁচ পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর সঙ্গে বনিবনা না হওয়ায় হোয়াইট হাউসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সরতে হয়েছে। এবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি চান জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা মিরা রিকার্ডেলকে বরখাস্ত কর হোক। প্রশাসনের কর্মীদের নিয়ে ফার্স্ট লেডির এ ধরনের প্রকাশ্য অসন্তোষ হোয়াইট হাউসে বিরল। ফার্স্ট লেডির মুখপাত্র গত মঙ্গলবার বিবৃতিটি প্রকাশ করেন। মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে যে রদবদলের গুঞ্জন উঠেছে, এটিও এরই অংশ হবে বলেই মনে করা হচ্ছে। মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ‘ফার্স্ট লেডির দপ্তর মনে করে, হোয়াইট হাউসে কাজ করার সম্মান পাওয়ার অধিকার রিকার্ডেলের নেই।’
সূত্র : এএফপি, সিএনএন।
মন্তব্য