kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

পাকিস্তানে আইএসআইয়ের নতুন প্রধান আসিম

কালের কণ্ঠ ডেস্ক   

১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন মহাপরিচালক হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। গতকাল বুধবার দেশটির সেনাবাহিনী এ ঘোষণা দেয়।

আইএসআইর মহাপরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারের স্থলাভিষিক্ত হলেন আসিম। নাভিদ ২০১৬ সালের ডিসেম্বরে এ দায়িত্ব পেয়েছিলেন। সম্প্রতি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হওয়া ছয় কর্মকর্তার মধ্যে আসিম পরবর্তী আইএসআই প্রধান হতে যাচ্ছেন, সামরিক সূত্রের বরাতে গণমাধ্যমগুলো আগেই এ খবর দেয়।

পাকিস্তানে সেনাপ্রধানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ধরা হয় আইএসআই প্রধানকে। আগে গোয়েন্দা সংস্থায় কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে, এমন একজন তিন তারকাপ্রাপ্ত জেনারেলকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আইএসআইর নতুন প্রধান আসিমের বেলায়ও সেসব শর্ত পূরণ হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য