kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

কাভানার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির আরেক অভিযোগ

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান বিচারপতি পদে মনোনীত প্রার্থী ব্রেট কাভানার বিরুদ্ধে আবারও যৌন কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। এবার অভিযোগ করেছেন তাঁর এক বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। ইয়েল বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে লেখাপড়া করেছেন তাঁরা। যদিও কাভানা এ অভিযোগকে ‘আবর্জনা’ বলে নাকচ করে দিয়েছেন। হোয়াইট হাউসও কাভানার পক্ষ নিয়ে বলেছে, এ সবই একজন ভালো মানুষকে অপদস্থ করতে ডেমোক্র্যাটদের চক্রান্ত।

ডেবোরা রামিরেজ নামে ওই নারী গণমাধ্যমে বলেন, ১৯৮৩-৮৪ সালের শিক্ষাবর্ষে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শুরুর দিকেই ডরমিটরিতে আয়োজিত এক পার্টিতে খেলাচ্ছলে প্যান্ট খুলে গোপনাঙ্গ বের করেন কাভানা। বিষয়টি নিয়ে সে সময় খুব বিরক্ত হন রামিজ। এর আগেও অধ্যাপক ক্রিস্টিন ব্লাসে ফোর্ড নামের এক নারী কাভানার বিরুদ্ধে অভিযোগ করেন। স্কুলে পড়ার সময় কাভানা তাঁর সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। কাভানা অবশ্য এ অভিযোগটিও অস্বীকার করেন। সুপ্রিম কোর্টে কাভানার মনোনয়ন নিশ্চিত করার আগে তাঁকে ২১ সদস্যের সিনেট জুডিশিয়াল কমিটির মোকাবেলা করতে হবে। আগামী বৃহস্পতিবার এই শুনানি হওয়ার কথা। সিনেটের ওই কমিটির কয়েকজন সদস্য এরই মধ্যে অভিযোগকারী নারীদের বক্তব্য শোনা উচিত বলে মন্তব্য করেছেন। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা