kalerkantho

ছবি বিতর্কের অবসান

৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছবি বিতর্কের অবসান

ওয়াশিংটনের ন্যাশনাল পার্ক সার্ভিসের দুই সময়ের ছবি এগুলো। বাঁ পাশেরটি প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের সময়ের। ডানেরটি তাঁর পূর্বসূরি বারাক ওবামার সময়ের। রয়টার্সের তোলা এ ছবি দুটিই আসল। কিন্তু ট্রাম্প প্রশাসন যে ছবি প্রকাশ করেছিল তাতে বেশি দর্শক বোঝাতে প্রথম ছবির শূন্যস্থান লোক দিয়ে পূর্ণ করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক বিতর্ক ওঠে। সম্প্রতি প্রকাশিত এক নথিতে ছবির ফটোশপ কারসাজির কথা স্বীকার করেন ফটোগ্রাফার।    ছবি : সিএনএন

মন্তব্যসাতদিনের সেরা