kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

রুহানির সঙ্গে বৈঠকের সুযোগ রয়েছে : ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসার সুযোগ রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ট্রাম্প এমন একসময়ে এ বক্তব্য দিলেন, যখন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার অভিযোগে ইরানের ওপর লাগাতার চাপ প্রয়োগ করে চলেছে মার্কিন প্রশাসন।

রুহানির সঙ্গে মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা সম্ভব। আসলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা দেখতে চাই, ইরান কী করে। তারা আলোচনা চায় কি না—তা তাদের ওপর নির্ভর করে, আমার ওপর নয়।’ সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা