kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

‘পরমাণু চুক্তি থেকে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র’

কালের কণ্ঠ ডেস্ক   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে যেতে পারে এবং এ ব্যাপারে বিশ্বনেতাদের সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরান নিরাপত্তা সম্মেলনে গতকাল সোমবার তিনি এ সতর্কবার্তা দেন।

আরাগচি বলেন, ‘জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সম্ভাবনার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই প্রস্তুত থাকতে হবে।’ তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত এক বছর ধরে তাঁর সর্বশক্তি দিয়ে জেসিপিওএ ধ্বংস করার চেষ্টা চালাচ্ছেন। ইরানে আমরা সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত।’ জেসিপিওএ তথা ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা পরমাণু চুক্তির অন্যথা হলে ইরান তো বটেই, আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে এবং ইরানের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে মন্তব্য করেন আরাগচি। ইরান তার পরমাণু কার্যক্রমের লাগাম টানবে এবং এর বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এমন শর্তে ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স এবং জার্মানির সঙ্গে চুক্তি করে ইরান। ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী গতকাল আন্তর্জাতিক অঙ্গনকে ট্রাম্পের ব্যাপারে সাবধান করে দেন। ট্রাম্প এ চুক্তি বাতিল করলে ‘যুক্তরাষ্ট্র প্রশাসন নিশ্চিত অনুতাপ করবে’ বলে মন্তব্য করেন তিনি। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা