kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

জার্মানিতে ‘হেট স্পিচ’ আইন প্রয়োগ শুরু

কালের কণ্ঠ ডেস্ক   

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘হেট স্পিচ’ বা ঘৃণাবাচক মন্তব্য বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন সংবাদমাধ্যমের ওপর নতুন একটি আইন প্রয়োগ শুরু করেছে জার্মানি। সংক্ষেপে ‘নেতসডিজি’ নামে পরিচিত এ আইন লঙ্ঘন করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঁচ কোটি ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। তবে ‘বাক্স্বাধীনতায় হস্তক্ষেপ’-এর অভিযোগ তুলে শুরু থেকেই এ আইনের সমালোচনা চলছে।

অনলাইনে ভুয়া খবর ছড়ানোর কারণে বেশ কয়েকটি বড় ধরনের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের আইন করার সিদ্ধান্ত নেয় জার্মানি। আইনটি পাস হয় গত জুনের শেষ দিকে। আর কার্যকর হয় অক্টোবরের শুরুর দিকে। তবে আইনটি যথাযথভাবে মানার জন্য এবং প্রস্তুতি নিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় ছিল সংশ্লিষ্ট অনলাইন মাধ্যমগুলোর হাতে। গতকাল সোমবার থেকে ওই আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ কোটি ইউরো জরিমানা গুনতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯৬ কোটি টাকা। বিবিসির খবরে বলা হয়, কোনো সাইটে এই আইন লঙ্ঘনকারী পোস্ট বা খবর থাকলে তা কর্তৃপক্ষ অবহিত করবে। এরপর সেই পোস্ট বা খবর মুছে ফেলতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে। এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যবস্থা না নিলে ‘নেতসডিজি’ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনা বিশেষে ব্যক্তি বা প্রতিষ্ঠান বিষয়বস্তু মুছে ফেলার জন্য সর্বোচ্চ এক সপ্তাহ সময় পাবে। এই আইনের বিস্তারিত জার্মানির বিচার মন্ত্রণালয়ে দেওয়া আছে। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা