kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

তুরস্কের আদালতে উইকিপিডিয়ার আবেদন খারিজ

কালের কণ্ঠ ডেস্ক   

৬ মে, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনলাইন এনসাইক্লোপিডিয়া ‘উইকিপিডিয়া’র নিষেধাজ্ঞার বিরুদ্ধে উইকিমিডিয়া ফাউন্ডেশনের করা আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছেন তুরস্কের আদালত। গত সপ্তাহে উইকিমিডিয়া ফাউন্ডেশনের আবেদন আংকারার ম্যাজিস্ট্রেট আদালতও খারিজ করে দেন।

গত শনিবার তুরস্কের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ (বিটিকে) উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তুরস্কের যোগাযোগ রয়েছে—উইকিপিডিয়ার পেজে এমন কিছু নিবন্ধ থাকায় সেগুলো মুছে ফেলার জন্য তুরস্ক সরকার উইকিপিডিয়া কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিল।

বিজ্ঞাপন

কিন্তু উইকিপিডিয়া কর্তৃপক্ষ সে অনুরোধে সাড়া না দেওয়ায় তুরস্ক সরকার উইকিপিডিয়া নিষিদ্ধ করে। আদালতের রায়ের পর তুরস্কে উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। তবে বিটিকে প্রধান ওমর ফাতিহ সায়ান বলেছেন, ‘আপত্তি জানানো নিবন্ধগুলো সরিয়ে ফেললে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ’

এদিকে এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যেখানে ইংরেজি ভাষায় লেখা মাত্র দুটি পৃষ্ঠা নিয়ে সরকারের আপত্তি সেখানে পুরো ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞা জারি সংগত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র : এএফপি।

 সাতদিনের সেরা