kalerkantho

রবিবার । ১৬ ফেব্রুয়ারি ২০২০। ৩ ফাল্গুন ১৪২৬। ২১ জমাদিউস সানি ১৪৪১

বাগেরহাটে এখনো হাসপাতালে ৫

বাগেরহাট প্রতিনিধি   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটে এ পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাঁদের বেশির ভাগই ঢাকাফেরত। ডেঙ্গু রোগীদের মধ্যে পাঁচজন এখনো সদর হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। গতকাল রবিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলার সিভিল সার্জন ডা. জি কে এম শামসুজ্জামান। ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের জানাতে সভাটির আয়োজন করা হয়।

সভায় সিভিল সার্জন শামসুজ্জামান জানান, গত ২৭ জুলাই থেকে গতকাল সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৫ জন রোগী সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। পাঁচজন সদর হাসপাতালে ভর্তি আছেন। ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই ঢাকাফেরত। তিনি আরো জানান, সদর হাসপাতালসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে বিনা মূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু রোগ সম্পর্কে চিকিৎসকদের পক্ষ থেকে জনসচেতনতা তৈরি করা হচ্ছে।

 

মন্তব্যসাতদিনের সেরা