kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

যশোরে নতুন আরো ১২ জন হাসপাতালে

যশোর অফিস   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। গতকাল রবিবার দুপুর পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে আরো ১২ জনকে ভর্তি করা হয়েছে। এখন জেনারেল হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১৭ দিনে যশোর জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে  ১৪৮ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ১১৫ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছে। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে এখনো কোনো রোগীর মৃত্যু হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা