kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

বি.বাড়িয়া নয় লিখতে হবে ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৮ জুলাই, ২০১১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব্রাহ্মণবাড়িয়া জেলার নাম বিভিন্ন স্থানে বি.বাড়িয়া লেখা হচ্ছে, যা জেলার ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিভ্রান্তিও ছড়াচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সব স্থানে ব্রাহ্মণবাড়িয়া লেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরই মধ্যে এ বিষয়ে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, গত ২২ মে ও ২৮ জুন জেলা সমন্বয় কমিটির সভায় বি.বাড়িয়া না লিখে সর্বত্র ব্রাহ্মণবাড়িয়া লেখার জন্য ব্যবস্থা নিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আলোকে জেলা প্রশাসক বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি দিচ্ছেন। প্রতিষ্ঠানগুলোকে দেওয়া চিঠিতে লেখা আছে, ব্রাহ্মণবাড়িয়ার বদলে বি.বাড়িয়া লেখায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কার্যক্রম এবং ওয়েব পোর্টালসহ পরিচিতির ক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া এতে জেলার ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ৪ জুলাই জেলা প্রশাসক স্বাক্ষরিত ওই চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। একই চিঠির অনুলিপি পুলিশ সুপার, সিভিল সার্জন, গণপূর্ত ও সওজের নির্বাহী প্রকৌশলীকে দেওয়া হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান কালের কণ্ঠকে বলেন, 'আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দিয়েছি। বিষয়টি বাস্তবায়িত হলো কি না সে বিষয়ে মাঠ পর্যায়ে মনিটর করা হবে।'

বিজ্ঞাপনসাতদিনের সেরা