kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

জ্বর নিয়ে শ্বশুরবাড়িতে জামাতা, পালাল শাশুড়ি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

৯ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জ থেকে মঙ্গলবার রাতে জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে দিনাজপুরের বিরামপুরে শ্বশুরবাড়িতে আসেন এক ব্যক্তি। এ অবস্থায় গতকাল বুধবার সকালে ওই ব্যক্তির শাশুড়িসহ পাঁচজন বাড়ি ছেড়ে পালিয়ে যান। তবে স্ত্রী ও শ্বশুর তাঁর সঙ্গেই থাকছেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

এদিকে গতকাল সকালে করোনা সন্দেহে ওই ব্যক্তিসহ উপজেলার বিভিন্ন স্থানের পাঁচজন রোগীর নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। এ ছাড়া ওই পাঁচজনের বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদি জানান, শরীরে জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে ওই ব্যক্তি সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁর শ্বশুরবাড়িতে আসেন। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্যসাতদিনের সেরা