kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

নিউমোনিয়ায় মৃত্যু এলাকায় করোনা আতঙ্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি   

৯ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার নন্দীগ্রামে নিউমোনিয়া আক্রান্ত হয়ে আবু মুসা নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার সকালে পৌরসভার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। সে নান্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, জন্মগ্রহণের পর থেকে শিশু আবু মুসা নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া হয়। এতে মাঝেমধ্যে সুস্থ হয়ে ওঠে আবার কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় গতকাল সকালে নিজ বাড়িতে শিশু আবু মুসার মৃত্যু হয়। শিশুর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন বলেন, ‘শিশু আবু মুসা জন্মগ্রহণের পর থেকেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। শিশুটি নিউমোনিয়ায় মারা গেছে।’

মন্তব্যসাতদিনের সেরা