kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

চাল বিক্রিতে মানা হচ্ছে না দূরত্ব

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   

৯ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজয়পুরহাটের পাঁচবিবিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল কিনতে সামাজিক দূরত্ব মানছে না কেউ। সামাজিক দূরত্ব মেনে চাল বিক্রি করতে ডিলারদেরও নেই কোনো আগ্রহ। করোনাভাইরাস সংক্রমণ রোধে একসঙ্গে একাধিক ব্যক্তির জনসমাগমে নিষেধ থাকলেও নিয়ম মানতে বাধ্য কারা হয়নি কাউকেই। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে ১৬ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ৬০৮ জন হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে দুজন ডিলারের মাধ্যমে এই চাল বিক্র করা হয়। অনেক ডিলারকে দেখা গেছে, বিক্রির সময় নিজেরা দূরত্ব বজায় রাখলেও ক্রেতাদের ভিড়ের মধ্যেই চাল দিচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় না রেখে চাল বিক্রির বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইউনুস আলী মণ্ডল বলেন, ‘ডিলারদের বলে দিয়েছি সামাজিক দূরত্ব মেনে চাল দিতে হবে। না মানলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

মন্তব্যসাতদিনের সেরা