kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

চিকিৎসা বঞ্চনার খবরে আসক ও ব্লাস্টের উদ্বেগ

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। গতকাল যৌথ বিবৃতিতে সংগঠন দুটি এই উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের লক্ষণ আছে এমন রোগীদের ভর্তি এবং চিকিৎসাসেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের মধ্যে ভীতি ও দিকনির্দেশনাহীনতা কাজ করছে। করোনাভাইরাসে আক্রান্ত—এমন সন্দেহের কারণে অসুস্থদের অনেকে বিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওয়া এবং মৃত্যুর অভিযোগ উঠেছে। অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা প্রত্যাশীরাও নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা