kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

এমপি জ্যাকবের আহ্বান

ঘরে থাকুন, খাবার পৌঁছে যাবে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘরে থাকুন, খাবার পৌঁছে যাবে

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সব ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশার মানুষকে কিছুদিনের জন্য ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। গতকাল মঙ্গলবার মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এই বক্তব্য তুলে ধরেন। সাংবাদিকদের মাধ্যমে এমপি জ্যাকব তাঁর নির্বাচনী এলাকার মানুষজনের উদ্দেশে বলেন, ‘ধৈর্য ধরুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। সচেতন থাকুন। আপনার খাবার ঘরে পৌঁছে দেওয়া হবে। হা-হুঁতাশ করবেন না।’ দরিদ্রদের খাদ্যসামগ্রী পৌঁছানোর বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান জানান, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মহীন দিনমজুরের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছানো হচ্ছে।

মন্তব্য