kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

সেই খটখট শব্দ নেই তাঁতপল্লীতে

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় মহাজন তাঁত বন্ধ করে দিয়েছেন। যানবাহন বন্ধ থাকায় বাসায় যেতে না পারায় বাধ্য হয়ে মেসেই থাকতে হচ্ছে। রান্নাবান্না নিজেরাই করে খাওয়াদাওয়া চলে। তবে চিন্তা হয় পরিবার-পরিজন নিয়ে।’ এমনভাবেই নিজের অবস্থানের কথা জানালেন রংপুর থেকে কাজ করতে আসা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁত শ্রমিক আলম শেখ। শুধু আলম শেখই নয়, করোনার প্রভাবে প্রায় সব তাঁত শ্রমিকেরই এই অবস্থা। ঐতিহ্যবাহী তাঁতশিল্প অধ্যুষিত জেলা সিরাজগঞ্জ। করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হওয়ার পর থেকে জেলার তাঁতশিল্পসমৃদ্ধ বেলকুচি, শাহজাদপুর, চৌহালী উপজেলার গ্রামগুলোতে দিন-রাত তাঁতের সেই খটখট শব্দ আর নেই। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে জেলার প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু তাঁত কারখানা। গুটিকয়েক তাঁত কারখানা চালু থাকলেও দ্রুততম সময়ের মধ্যে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে। এ অবস্থায় হঠাৎ যেন পুরো এলাকায় সুনসান নীরবতা নেমে এসেছে।

মন্তব্যসাতদিনের সেরা