kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

কেশবপুরে একই পরিবারের তিনজন আইসোলেশনে

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযশোরের কেশবপুরে একই পরিবারের তিনজন জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ওই পরিবারের গৃহকর্তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইইবিসিআরের পক্ষ থেকে। আক্রান্ত তিনজনকেই স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে বিচ্ছিন্ন করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচপোতা গ্রামের মিলন সিংহকে জ্বর, সর্দি-কাশির কারণে গত সোমবার দুপুরে দ্বিতীয় দফায় ভর্তি করা হয়। একই দিন জ্বরে আক্রান্ত তাঁর ছেলে চন্দন সিংহও ভর্তি হয়। ওই পরিবারের একাধিক সদস্য জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ায় এলাকায় ভীতির সঞ্চার হয়। গতকাল সকালে মিলন সিংহের স্ত্রী শিখা সিংহকেও ভর্তি করা হয়েছে। তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হচ্ছে। গতকাল সকালে আইইবিসিআরের মেডিক্যাল টেকনোলজিস্ট লিটন হালদার ওই পরিবারের গৃহকর্তা মিলন সিংহের নাক ও গলা থেকে লালা সংগ্রহ করেছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, ‘মিলন সিংহের নাক ও গলা থেকে লালা সংগ্রহ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের আইইবিসিআরের মেডিক্যাল টেকনোলজিস্ট লিটন হালদার। ওই নমুনা আইইবিসিআরে পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।’

মন্তব্যসাতদিনের সেরা