kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

জীবাণুনাশক স্প্রে করলেন মেয়র

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি   

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস থেকে শহরকে মুক্ত রাখতে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন গতকাল বৃহস্পতিবার দুপর ১২টা থেকে শহরের সব রাস্তায় জীবাণুনাশক স্প্রে করেন। কলেজ রোড এলাকা থেকে দুটি ট্রাকের মাধ্যমে এ স্প্রে করা শুরু হয়। পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, ‘করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাই পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত থাকবে।’  স্প্রে কার্যক্রমের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আঞ্জুমান আরা করুণা, ওয়ার্ড কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস, মো. শাহীন, গোলাম সরোয়ার আঁখি, শাহিদা পারভীন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা