kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

বন্ধ হয়নি হাটবাজার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গণজমায়েত বন্ধে সরকার গতকাল বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত জরুরি সেবা, নিত্যপণ্যের দোকান ছাড়া প্রায় সব কিছু বন্ধ ঘোষণা করলেও বগুড়ার শাজাহানপুরে বন্ধ হয়নি হাটবাজারের দোকানপাট।

সরেজমিনে গতকাল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, উপজেলা সদর মাঝিড়া বন্দরের মাছের আড়তে শত শত মানুষের সমাগম। উপজেলার নয়মাইল হাটে সব ধরনের দোকানপাট খোলা। হাটের যত্রতত্রই চোখে পড়বে গণজমায়েত। কারো মুখেই নেই মাস্ক। নেই কোনো হাত ধোয়ার ব্যবস্থা। নিত্যপণ্যের পাশাপাশি কাপড়, জুতা-স্যান্ডেল, কীটনাশক, স্যানিটারি, বেকারি, কসমেটিক, ওয়েল্ডিং, মাছ-মাংসসহ বিভিন্ন ধরনের দোকানপাট খোলা। নিত্যদিনের মতোই হাটুরেদের কেনাকাটা করতে দেখা গেছে। এদের মধ্যে সচেতনতামূলক কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি।

মন্তব্যসাতদিনের সেরা