kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল!

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমহাসড়কে ঘরমুখী মানুষের ঢল!

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটে দুর্ভোগে পড়ে যাত্রীরা। এদিকে সরকারের পক্ষ থেকে ২৬ মার্চ থেকে দেশে গণপরিবহন বন্ধ থাকার কথা। কিন্তু ঢাকা থেকে ঘরমুখো মানুষ ফেরার কারণে গতকাল বৃহস্পতিবার দুপুরের পরেও মহাসড়কে ছিল তীব্র যানজট। এ ছাড়া গতকাল সকালে কট্টার মোড়ে দেখা যায় গণপরিবহনের পাশাপাশি মালবাহী ট্রাকে বোঝাই করে যাত্রী তোলা হয়েছে। পুলিশ বলছে ঈদের মতো মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। তাই প্রচুর গাড়ি আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটারজুড়ে যানজট। সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ বাড়ি ফেরার জন্য গাদাগাদি করে গণপরিবহনের পাশাপাশি মালবাহী ট্রাকে করে বাড়ি ফিরছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের তীব্রতা বেড়ে হাটিকুমরুল গোলচত্বর হয়ে বগুড়া রোডের চান্দাইকোনা পর্যন্ত পৌঁছায়। কড্ডার মোড় এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানবাহনগুলোকে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম  বলেন, ‘গত বুধবার সন্ধ্যার পর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের তীব্র চাপ শুরু হয়েছে। এ কারণে সন্ধ্যা থেকে মধ্য রাত হয়ে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থেমে থেমে যানজট দেখা দেয়। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।’ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, ‘হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত থেমে থেমে যানজট চলছে। ঈদের মতো মানুষ ঘরে ফিরছে। প্রচুর গাড়ি আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা