kalerkantho

রবিবার । ৩ জুলাই ২০২২ । ১৯ আষাঢ় ১৪২৯ । ৩ জিলহজ ১৪৪৩

এমসিকিউ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

আংশিক নমুনা প্রশ্ন (মডেল টেস্ট)

২১ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষা ৩ জুন। দেশের সবচেয়ে বড় এই নিয়োগ পরীক্ষার প্রার্থীদের জন্য প্রস্তুতিমূলক এই মডেল টেস্টটি তৈরি করেছেন রাকিবুল ইসলাম

১। ধলেশ্বরী নদীর শাখা—

ক. ধরলা খ. বংশী গ. শীতলক্ষ্যা ঘ. বুড়িগঙ্গা 

২। পাটের জিনবিন্যাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

ক. ড. কুদরাত-এ-খুদা খ. ড. মোহাম্মদ মাসুদ আলম

গ. ড. মাকসুদুল আলম  ঘ. ড. এ আই মোস্তফা 

৩।

বিজ্ঞাপন

চরফ্যাশন কোন জেলায়?

ক. বরিশাল খ. ভোলা গ. বরগুনা ঘ. পিরোজপুর

৪। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে?

ক. পদ্মা খ. শীতলক্ষ্যা গ. বুড়িগঙ্গা  ঘ. গোমতী 

৫। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি— 

ক. ফখরুদ্দিন মোবারক শাহ খ. মুহম্মদ ঘুরি

গ. মুহাম্মদ বিন কাসিম ঘ. ইলিয়াস শাহ

৬। বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? 

ক. ২৩ জুন ১৯৯৯ খ. ২৬ জুন ২০০০ গ. ২৩ জুন ২০০১ ঘ. ২৬ জুন ২০০১

৭। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন— 

ক. লর্ড কর্নওয়ালিস খ. লর্ড ডালহৌসি

গ. লর্ড বেন্টিঙ্ক ঘ. লর্ড মাউন্টব্যাটেন 

৮। বাংলাদেশের কোথায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়?

ক. শ্রীমঙ্গল খ. সিলেট  গ. লালপুর  ঘ. রাঙামাটি

৯। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

ক. মার্চ খ. এপ্রিল গ. মে ঘ. জুন

১০। অলিম্পিকে বাংলাদেশ প্রথম অংশ নেয়—

ক. ১৯৮০ সালে খ. ১৯৮৪ সালে

গ. ১৯৮৮ সালে ঘ. ১৯৯২ সালে

 

উত্তর মিলিয়ে নাও : ১.ঘ ২.গ ৩.খ ৪.গ ৫.গ ৬.খ ৭.ক ৮.গ ৯.খ ১০.খ।সাতদিনের সেরা