বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ৭ ধরনের পদে নিয়োগ দেবে মোট ৫৭ জন। আবেদনের সময়সীমা ১৯ মে থেকে ৭ জুন ২০২২ পর্যন্ত। পদগুলো হলো—মহাব্যবস্থাপক (অপারেশন)-পদ ৩টি, অতিরিক্ত প্রধান রসায়নবিদ-৮টি, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন)-৮টি, উপসহকারী রসায়নবিদ-৪টি, উপ-প্রধান প্রকৌশলী-৪টি, রসায়নবিদ-১৫টি ও নির্বাহী প্রকৌশলী (রসায়ন)-১৫টি।
নিয়োগ পরীক্ষার ফি : ১০০০ টাকা।
বিজ্ঞাপন
আবেদনের লিংক : bcic.teletalk.com.bd
নিয়োগ বিজ্ঞপ্তি : bcic.gov.bd