কৃষি গবেষণা ইনস্টিটিউটে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ‘বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদে
২৮ ধরনের পদে ২৩৯ জন নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আবেদন করতে হবে অনলাইনে (bari.teletalk.com.bd) ২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ বিকেল ৫টার মধ্যে।
কোন পদে কতজন : বৈজ্ঞানিক কর্মকর্তা-৫৪ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি)-৯ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল)-৫ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুড টেকনোলজি)-৩, বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান)-৩, সহকারী কৃষি প্রকৌশলী-২, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব)-২, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর-১, কেয়ারটেকার-১, ফোরম্যান-২, পরিবহন কর্মকর্তা-১, বৈজ্ঞানিক কর্মকর্তা-১, কম্পিউটার অপারেটর-৪, কম্পাউন্ডার (ফার্মাসিস্ট)-১, স্টোরকিপার কাম অফিস সহকারী-৬, ভাণ্ডাররক্ষক-৮, টেলিফোন অপারেটর-১, ইলেকট্রিশিয়ান-৩, বুলডোজার ড্রাইভার-১, গাড়িচালক-৯, ট্রাক্টর ড্রাইভার-৭, টিলার কাম পাম্ব ড্রাইভার-৫, পাওয়ার টিলার ড্রাইভার-১০, উপপাম্প অপারেটর-২, ম্যাশন-১, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট-১৭, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট-১, রুম অ্যাটেন্ড্যান্ট-৩, মেকানিক মেট-১, অফিস সহায়ক-২৭ ও নিরাপত্তা প্রহরী পদে ১৬ জন নিয়োগ দেওয়া হবে।
দরকারি তথ্য
♦ অ্যাপিয়ার্ড প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
বিজ্ঞাপন
♦ প্রার্থীর বয়সসীমা হিসাব হবে ৫ জানুয়ারি ২০২২ তারিখের হিসাবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
♦ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
♦ নিয়োগ বিজ্ঞপ্তি : www.bari.gov.bd
চাকরি আছে ডেস্ক