kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

এমসিকিউ

বাংলাদেশের সম্পদ ও স্থাপনা

‘বাংলাদেশের সম্পদ ও স্থাপনা’ সংশ্লিষ্ট টপিকের ওপর চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে প্রায়ই প্রশ্ন করা হয়। বহু নির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে প্রস্তুতিমূলক এই মডেল টেস্টটি প্রস্তুত করেছেন জুবায়ের আহম্মেদ

২৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশের সম্পদ ও স্থাপনা

১.         বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়?

ক) কক্সবাজার              খ) লালমাই

            গ) সিলেট          ঘ) সুন্দরবন

২.         দেশে চা গবেষণা কেন্দ্র কোথায়?

ক) সিলেট         খ) শ্রীমঙ্গল

            গ) ঢাকা            ঘ) চট্টগ্রাম

৩.        বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে—

ক) বাগালীবাজার         খ) বিজয়পুর

            গ) রাণীগঞ্জ       ঘ) টেকেরহাট

৪.         বাংলাদেশে চিনিশিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায়?

ক) যশোর         খ) খুলনা

            গ) ঈশ্বরদী        ঘ) রংপুর

৫. কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয়?

ক) গেওয়া         খ) কেওড়া

            গ) গজারি         ঘ) গোলপাতা

৬. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়?

ক) ফরিদপুর     খ) চাঁদপুর

            গ) নোয়াখালী   ঘ) রংপুর

৭.         বিয়ানীবাজার গ্যাসফিল্ড কোথায়?

ক) কুমিল্লা        খ) রাজশাহী

            গ) রংপুর          ঘ) সিলেট

৮.        আলুর একটি জাত—

            ক) ডায়মন্ড      খ) রুপালি

            গ) ড্রামহেড      ঘ) ব্রিশাইল

৯. সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে?

ক) ৫০%           খ) ৬০%

            গ) ৬২%           ঘ) ৭০%

১০. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায়?

ক) খুলনা          খ) চট্টগ্রাম

            গ) নারায়ণগঞ্জ ঘ) কক্সবাজার

১১. খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে—

ক) সেগুন কাঠ খ) বাঁশ

            গ) গেওয়া কাঠ ঘ) সুন্দরী কাঠ

১২. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?

ক) অ্যামোনিয়া            খ) টিএসপি

            গ) ইউরিয়া       ঘ) সুপার ফসফেট

১৩. ম্যানগ্রোভ কী?

ক) শালবন        খ) কেওড়া বন

            গ) উপকূলীয় বন           ঘ) চিরহরিৎ বন

১৪. বাংলাদেশের পানিবিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?

ক) ভেড়ামারা   খ) কাপ্তাই

            গ) টেকনাফ      ঘ) পাকশী

১৫. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?

ক) মোংলা        খ) ঈশ্বরদী 

            গ) চট্টগ্রাম         ঘ) নারায়ণগঞ্জ

১৬. কোনটি রবি ফসল নয়?

            ক) টমেটো খ) মুলা গ) কচু ঘ) গম 

১৭. বাংলাদেশের কোন বিভাগের বড় অংশ একসময় বরেন্দ্রভূমি নামে পরিচিত ছিল?

ক) ঢাকা           খ) রাজশাহী-রংপুর

            গ) বরিশাল       ঘ) কুমিল্লা-চট্টগ্রাম

 

উত্তর : ১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ।সাতদিনের সেরা