kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

বিসিএস আপডেট

৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিসিএস আপডেট

চলমান বিসিএসের সর্বশেষ আপডেট

—৪০তম বিসিএসের ভাইভা আপাতত স্থগিত।

—৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল মে মাসের শেষ দিকে।

—৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষার (প্রিলি/লিখিত) ফল প্রকাশ।

—৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ অক্টোবর।

—৪৪তম বিসিএস বিশেষ (স্বাস্থ্য) হবে, নাকি সাধারণ হবে—এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

—৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি বছরেই প্রকাশ হবে, যদি ৪৪তম বিসিএস ‘বিশেষ’ বা স্বাস্থ্য ক্যাডারের জন্য হয়।সাতদিনের সেরা