kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

চাকরির পরীক্ষার মডেল টেস্ট

৬ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেচাকরির পরীক্ষার মডেল টেস্ট

চাকরি প্রার্থীদের জন্য সাম্প্রতিক ঘটনাবলির (সাধারণ জ্ঞান) ওপর এই মডেল টেস্টটি (এমসিকিউ) প্রস্তুত করেছেন মহাদেব কর্মকার

১।    সম্প্রতি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটে কবে?

     (ক) ৩০ জানুয়ারি ২০২১           (খ) ৩১ জানুয়ারি ২০২১

     (গ) ১ ফেব্রুয়ারি ২০২১       (ঘ) ২ ফেব্রুয়ারি ২০২১

২। সম্প্রতি কোন দেশ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ ঘোষণা করেছে?

     (ক) ভারত   (খ) চীন          (গ) কাতার   (ঘ) সৌদি আরব

৩।    দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত সালে?

     (ক) ২০২২ সালে    (খ) ২০২৩ সালে     (গ) ২০২৪ সালে     (ঘ) ২০২৫ সালে

৪। বঙ্গবন্ধু পিয়েরে-ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র কোন দেশে প্রতিষ্ঠিত হবে?

     (ক) বাংলাদেশ      (খ) ভারত        (গ) কানাডা        (ঘ) জার্মানি

৫। ‘একুশে পদক ২০২১’ কতজনকে প্রদান করা হয়?

     (ক) ২০ জন  (খ) ২১ জন        (গ) ২৪ জন  (ঘ) ২৫ জন

৬। যুক্তরাজ্যে কত সাল পর্যন্ত বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে?

     (ক) ২০২৫ সাল     (খ) ২০২৭ সাল     (গ) ২০৩০ সাল     (ঘ) ২০৩২ সাল

৭। সরকার আনুষ্ঠানিকভাবে কয়টি খাতকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেছে?

     (ক) ৫টি (খ) ৬টি   (গ) ৭টি    (ঘ) ৮টি

৮। কত সালের মধ্যে নাসা মঙ্গলে মানুষ পাঠাতে চায়?

     (ক) ২০৩০ সাল     (খ) ২০৩৩ সাল     (গ) ২০৩৫ সাল    (ঘ) ২০৩৭ সাল

৯। ২০২১ সালে APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

     (ক) চীন    (খ) মালয়েশিয়া           (গ) নিউজিল্যান্ড     (ঘ) অস্ট্রেলিয়া

১০। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থকে কেন্দ্র করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কী?

     (ক) চিরঞ্জীব মুজিব

     (খ) শেখ মুজিব : বাংলাদেশ 

     (গ) হৃদয়ে বঙ্গবন্ধু   

     (ঘ) জাতির জনক বঙ্গবন্ধু

১১। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir-এর সর্বশেষ (৪ মার্চ ২০২১) প্রতিবেদন অনুযায়ী দূষিত বায়ুর শীর্ষ দেশ কোনটি?

     (ক) ভারত   (খ) চীন          (গ) পাকিস্তান (ঘ) বাংলাদেশ

১২। দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি কবে শুরু হয়?

     (ক) ৬ ফেব্রুয়ারি ২০২১

     (খ) ৭ ফেব্রুয়ারি ২০২১

     (গ) ৮ ফেব্রুয়ারি ২০২১

     (ঘ) ৯ ফেব্রুয়ারি ২০২১

১৩। কোন রেলওয়ে স্টেশন ভেঙে ‘মাল্টিমোডাল হাব’ নির্মাণ করা হবে?

     (ক) বেনাপোল রেলওয়ে স্টেশন       (খ) খুলনা রেলওয়ে স্টেশন   

     (গ) আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন   (ঘ) কমলাপুর রেলওয়ে স্টেশন

১৪। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?

     (ক) তামিম ইকবাল (খ) মুশফিকুর রহিম     (গ) মাহমুদ উল্লাহ    (ঘ) মমিনুল হক

১৫। শততম টেস্ট ম্যাচে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি পেলেন—

     (ক) জো রুট  (খ) কেন উইলিয়ামসন  (গ) তামিম ইকবাল (ঘ) ফাফ ডু প্লেসিস

১৬। দেশের ইতিহাসে প্রথম নারী Controller General Defence Finance (CGDF) হয়েছেন—

     (ক) ড. জিন্নাতুন্নেছা তাহমিদা       (খ) জাকিয়া আখতার 

     (গ) মনোয়ারা হাবীব (ঘ) রাজিয়া বেগম

১৭। Institute for Economics and Peace (IEP) কর্তৃক প্রকাশিত বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান—

     (ক) ৯৫তম (খ) ৯৭তম

     (গ) ১০০তম  (ঘ) ১০২তম

১৮| Institute for Economics and Peace (IEP) কর্তৃক প্রকাশিত বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষে কোন দেশ?

     (ক) নরওয়ে        (খ) ফিনল্যান্ড (গ) আইসল্যান্ড           (ঘ) সুইডেন

 

উত্তর মিলিয়ে নিন : ১. খ ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. খ ৭. খ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. গ।

মন্তব্য