১। চলতি বছরে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
(ক) ১১ জন (খ) ১২ জন (গ) ১৩ জন (ঘ) ১৪ জন
২। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) ১৭২তম সদস্য পদ লাভ করে—
(ক) আর্মেনিয়া (খ) ভানুয়াতু
(গ) কমোরোস (ঘ) সেন্ট লুসিয়া
৩। বন অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশে মোট বনভূমির পরিমাণ কত শতাংশ?
(ক) ১০ শতাংশ (খ) ১৩ শতাংশ
(গ) ১৫ শতাংশ (ঘ) ১৮
৪। চলতি বছরে লুইস এলিজাবেথ গ্লিক কততম নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন?
(ক) ১৩তম (খ) ১৪তম (গ) ১৫তম (ঘ) ১৬তম
৫। বাংলাদেশ ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং আইসিডিডিআরবির যৌথ প্রতিবেদন অনুযায়ী দেশের সবচেয়ে বেশি দরিদ্র জেলা কোনটি?
(ক) কুড়িগ্রাম (খ) পঞ্চগড়
(গ) পটুয়াখালী (ঘ) বরগুনা
৬। কুয়েতের বর্তমান আমিরের নাম কী?
(ক) শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ
(খ) শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ
(গ) শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ
(ঘ) শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ
৭। আজারবাইজানের সঙ্গে কোন দেশের সংঘাত চলছে?
(ক) আর্মেনিয়া (খ) সার্বিয়া
(গ) জর্জিয়া (ঘ) কসোভো
৮। করোনা শনাক্তে বিশ্বে প্রথম কাগজভিত্তিক পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করেছে—
(ক) ভারত (খ) চীন (গ) ফ্রান্স (ঘ) রাশিয়া
৯। দেশে প্রথমবারের মতো বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে কোন জেলায়?
(ক) বরিশাল (খ) ভোলা
(গ) পটুয়াখালী (ঘ) বরগুনা
১০। ইস্পাত উত্পাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
(ক) পোল্যান্ড (খ) চীন (গ) রাশিয়া (ঘ) জার্মানি
১১। শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ পায় কোন প্রতিষ্ঠান?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
(গ) ভারতেশ্বরী হোমস (ঘ) কুমুদিনী হোমস
১২। করোনাকালে বিশ্বের সেরা কর্মীবান্ধব কম্পানির মধ্যে প্রথম স্থানে রয়েছে—
(ক) স্যামসাং (খ) আমাজন
(গ) আইবিএম (ঘ) মাইক্রোসফট
১৩। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী মুক্তিযোদ্ধাদের নামের আগে কোন শব্দ ব্যবহার করতে হবে?
(ক) বীর (খ) বীরসেনানী (গ) সৈনিক (ঘ) ক ও গ
১৪। চীনের আগ্রাসন ঠেকাতে কৌশলগত জোট ‘কোয়াড’-এর প্রথম ধারণা দেন—
(ক) শিনজো আবে (জাপান)
(খ) স্কট মরিসন (অস্ট্রেলিয়া)
(গ) নরেন্দ্র মোদি (ভারত)
(ঘ) ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)
১৫। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিয়েতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
(ক) সপ্তম (খ) অষ্টম (গ) নবম (ঘ) দশম
উত্তর মিলিয়ে নিন : ১. ক ২. গ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. গ ১০. খ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ।
মন্তব্য