kalerkantho

সোমবার । ২৩ চৈত্র ১৪২৬। ৬ এপ্রিল ২০২০। ১১ শাবান ১৪৪১

এককথায় উত্তর

২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএককথায় উত্তর

মিসর

মাধ্যমিক স্তরের বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্য বই থেকে সাধারণ জ্ঞানমূলক বেশ কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হলো—

সাধারণ জ্ঞান

১। ইতিহাস শব্দটির উৎপত্তি হয় কোন শব্দ থেকে?

—ইতি?

২। ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়?

— ২ ভাগে

৩। ইতিহাসের জনক বলা হয় কাকে?

— হেরোডোটাসকে

৪। কত খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়?

— ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ

৫। ‘ইজিপ্ট’ দেশটির প্রাচীন নাম কী ছিল?

—মিসর

৬। মিসরীয়দের সূর্যদেবতার নাম কী ছিল?

—‘রা’

৭। ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ মহাকাব্য দুটি কে রচনা করেন?

—গ্রিসের মহাকবি হোমার      

৮। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী ছিল?

—জুপিটার।

৯। বাংলা কত সালে দুই ভাগে বিভক্ত হয়?

—১৯৪৭ সালে।

১০। জাতীয় সংসদ নির্বাচনে পুরো দেশকে কয়টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়?

—৩০০টি।

১১। বাংলাদেশের কত ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে?

—৫০ ভাগ।

১২। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন কিসের?

—সুনাগরিক

১৩। সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম কী?

—পরিবার

১৪। ভারতে গুপ্ত সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

—৩২০ খ্রিস্টাব্দে

১৫। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে কী যুগের সূচনা হয়?

—অন্ধকার

১৬। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের পিতার নাম কী ছিল?

—বপ্যট

১৭। পাল রাজাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন?

—ধর্মপাল (গোপালের পুত্র)

১৮। বল্লাল সেনের পুত্র লক্ষ্মণ সেন কত বছর বয়সে সিংহাসনে বসেন?

—৬০ বছর।

 

আয়েশা ছিদ্দিকা

মন্তব্যসাতদিনের সেরা