ব্যারোমিটার
বিজ্ঞান
১. ‘অ্যাকোয়া রেজিয়া’ কী?
—কনসেনট্রেড নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ।
২. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়?
— গামা রশ্মি।
৩. কে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম অংশকে ‘অ্যাটম’ নাম দেন?
— ডেমোক্রিটাস।
৪. স্থায়ী মূল কণিকাগুলোর নাম কী?
— ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
৫. লোহায় শব্দের বেগ কত?
— ৫২২১ মিটার/সেকেন্ড।
৬. সমুদ্রতীরে কোন গ্যাসটির প্রাচুর্য থাকে?
— নাইট্রোজেন।
৭. বায়োগ্যাসের গোবর ও পানির অনুপাত কত?
— ১:২।
৮. ডিএনএর ডাবল হেলিক্স মডেল বা দ্বি-হেলিক্স কাঠামো আবিষ্কার করেন—
— ওয়াটসন ও ক্রিক।
৯. রক্তে কী বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়?
— বিলিরুবিন।
১০. থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
— থাইরক্সিন।
১১. বৃক্কের কার্যকর এককের নাম কী?
— নেফ্রন।
১২. রক্তরসে কত ভাগ পানি থাকে?
— প্রায় ৯০ ভাগ।
১৩. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?
— কার্ল ল্যান্ডস্টেইনার।
১৪. দুধের প্রোটিনের নাম কী?
— কেসিন।
১৫. কোন খাবারে সবচেয়ে বেশি পটাসিয়াম পাওয়া যায়?
— ডাব।
১৬. বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?
— ব্যারোমিটার।
১৭. কোন রক্তের গ্রুপকে সর্বজনীন বলা হয়?
— ও গ্রুপ।
১৮. সাপের বিষে কী থাকে?
— জিংক সালফাইড।
১৯. খাবার লবণের রাসায়নিক নাম কী?
— সোডিয়াম ক্লোরাইড।
২০. কোন আলোর প্রতিসরণ সবচেয়ে কম?
— লাল।
সংকলন : জুবায়ের আহম্মেদ
মন্তব্য